ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাজ্য

আল আমিন | প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ০৪:১৫

আল আমিন
প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ০৪:১৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের আকাশসীমায় 'নো-ফ্লাই জোন' ঘোষণা করতে রাজি না হওয়ায় ন্যাটোর ওপর ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি। জেলেনস্কি এর জন্য ন্যাটোর ‘দুর্বলতা’ এবং ‘অনৈক্য’কে দায়ী করেছেন।

ন্যাটো বলছে, এটা করা হলে আরও বেশি সংখ্যক দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে।

এদিকে যুক্তরাজ্যের চীফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাডকিন বলেছেন, 'আমরা কোনোভাবেই চাই না ন্যাটো আর রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ বেধে যাক।' তবে ইউক্রেনের মানুষ খুবই বিপর্যয়কর অবস্থায় আছে বলে তিনি স্বীকার করেছেন।

ইউক্রেন, ইউরোপ এবং সারা বিশ্বের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে যুক্তরাজ্য মনে করে যেন, কোনোভাবেই ইউক্রেনের যুদ্ধ আর না বাড়ে।

রবিবার (৬ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্যার রাডকিন বলেছেন, ইউক্রেনে হামলা রাশিয়ার জন্যও ভালো হয়নি। তিনি বিশ্বাস করেন, যুক্তরাজ্য এর জবাবে সঠিক পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, রাশিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাজ্য এবং তাদের মিত্রদের খুবই হুঁশিয়ার থাকতে হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: