ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

প্রাণভয়ে ইউক্রেন ছেড়েছেন ১২ লাখ মানুষ: জাতিসংঘ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ মার্চ ২০২২ ২০:২৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ মার্চ ২০২২ ২০:২৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে এ পর্যন্ত দেশ ছেড়েছে ১২ লাখ ৯ হাজার ৯৭৬ জন। এর মধ্যে অর্ধেকের বেশি পোল্যান্ডে প্রবেশ করেছে। এছাড়া প্রতিবেশী হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলদোভা ও রোমানিয়াতেও আশ্রয় নিচ্ছেন তারা। জীবন বাঁচাতেই নিজ দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে।

এদিকে শরণার্থীদের মানবিক ভিসা দিতে রাজি হয়েছে ব্রাজিল। সম্প্রতি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো। এর ফলে ব্রাজিলে প্রবেশের পাশাপাশি সেখানে কাজের সুযোগও পাবেন তারা।

ইউএনএইচসিআর-এর পরিসংখ্যান অনুযায়ী প্রথম সপ্তাহেই ১০ লাখের মতো শরণার্থী ইউক্রেন ছেড়েছেন। এখনো অনেকে সীমান্তে অবস্থান করছেন। নতুন করে আরো অনেকে এই স্রোতে যোগ দেবেন। পশ্চিমা নেতারা আগে থেকেই সতর্ক করে আসছেন, এই যুদ্ধের ফলে ইউরোপে শরণার্থীদের ঢল নামবে।



আপনার মূল্যবান মতামত দিন: