ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৯ মাসের মধ্যে সর্বনিম্ন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ জুলাই ২০২২ ২২:৩৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ জুলাই ২০২২ ২২:৩৩

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ডলারের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। গত ৯ মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় আছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (১২ জুলাই) এ দরপতনের ঘটনা ঘটে।

ফেডারেল রিজার্ভ ব্যাংককে তাদের আগ্রাসী মুদ্রানীতি আরো জোরদার করতে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে। খবর নাসডাকের।

খবরে বলা হয়, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে যায়। প্রতি আউন্সের মূল্য স্থির হয় ১,৭২৮ ডলার ৫৮ সেন্টে। এর আগে ধাতুটির দাম ১,৭২২ ডলার ৩৬ সেন্টে নেমে গিয়েছিল, যা গত বছরের ৩০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১,৭২১ ডলারে নামতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১,৭২৭ ডলার ২০ সেন্টে। সূত্র-টাইমস অব ইন্ডিয়া।



আপনার মূল্যবান মতামত দিন: