ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলাদেশের গুম-খুনের সঠিক তথ্য চেয়েছে জাতিসংঘ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ০৬:৫১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ০৬:৫১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সংঘটিত গুম-খুনের বিষয়ে সঠিক তথ্য চেয়েছে জাতিসংঘ। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশে তা পাওয়া না গেলে জাতিসংঘ মহাসচিবের কাছে বাংলাদেশের বক্তব্য ছাড়াই বাৎসরিক প্রতিবেদন জমা দেয়া হবে।

গত ২৭ জুন বাংলাদেশের স্থায়ী মিশনে লেখা চিঠিতে বলা হয় নির্দিষ্ট তারিখের পরে বাংলাদেশ বক্তব্য দিলে তা গ্রহণ করা হবে না।

চিঠিতে আরো বলা হয়, জাতিসংঘের কাছে অভিযোগ আছে ভুক্তভেগীদের আত্মীয়দের এ নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় ভয় দেখানো হয়েছে। ২০২২ সালে মানবাধিকার সংগঠন অধিকারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ও উল্লেখ করা হয় চিঠিতে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জোরপূর্বক কিংবা গুম হয়ে যাওয়া বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন: