ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেন হামলার কারণ জানালেন রাশিয়া

আল আমিন | প্রকাশিত: ৬ মার্চ ২০২২ ০৩:৫৮

আল আমিন
প্রকাশিত: ৬ মার্চ ২০২২ ০৩:৫৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোয়গুর ইউক্রেনে হামলার বিষয় নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সঙ্গে ফোনালাপ করেছেন।

এসময় সেরগেই শোয়গু বলেন, ৮ বছর আগে ইউক্রেনের সঙ্গে মিনস্কে করা চুক্তি ভঙ্গ করে দনবাস এলাকায় সাধারণ মানুষদের ওপর বোমা হামলা করায় রাশিয়া এ সামরিক অভিযান চালাচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।

সেরগেই শোয়গু অভিযোগ করে বলেন, চীনা ছাত্ররা কিয়েভ ত্যাগের সময় তাদের ওপর ইউক্রেন বাহিনী গুলিবর্ষণ করেছে। সেরগেই শোয়গু আরও অভিযোগ করেন যে, সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: