ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ সাময়িক বন্ধ রাখার ঘোষণা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ২৩:৫৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ২৩:৫৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। যাতে করে আটকে থাকা নাগরিকরা নিরাপদে বেরিয়ে যেতে পারেন।

শনিবার যুদ্ধবিরতির ঘোষণা করা হয়।

‘মানবিক করিডর’ গড়ে দেওয়া হবে জন সাধারণের জন্য, যাতে নিরাপদে তাঁরা বেরিয়ে যেতে পারেন। এতে ইউক্রেন সরকারও সম্মত হয়েছে।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বিবৃতিতে বলা হয়, ‘৫ মার্চ মস্কোর স্থানীয় সময় অনুযায়ী ভোর ৫টায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। মারিউপুল, ভলনোভখা থেকে নাগরিকরা যাতে নিরাপদে বেরিয়ে যেতে পারেন তার জন্যই এমন সিদ্ধান্ত। বেরনোর জন্য সকলকে ‘মানবিক করিডর’ গড়ে দেওয়া হবে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের মাটিকে বোড়ে বানিয়ে ন্যাটো এবং আমেরিকাকে কোনও ভাবেই রাশিয়াকে কোণঠাসা করতে দেবেন না বলে জানান তিনি। সেই থেকে বিগত ১০ দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ইউক্রেনে। তাতে এখনও পর্যন্ত ২ হাজারের বেশই মানুষের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা।



আপনার মূল্যবান মতামত দিন: