ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

উজবেকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভে ১৮ জন নিহত

আল আমিন | প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ০৩:২৮

আল আমিন
প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ০৩:২৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  উজবেকিস্তানের স্বায়ত্তশাসিত অঞ্চল কারাকালপাকস্তানে সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৪৩ জন। বিক্ষোভ থামাতে এরইমধ্যে ওই এলাকায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সরকার প্রস্তাবিত নতুন সংবিধানে কারাকালপাকস্তানের স্বায়ত্তশাসনের মর্যাদার অবনমন ঘটার প্রতিবাতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে।

বিক্ষোভ দমাতে গেল শুক্রবার ৫১৬ বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এরমধ্যে অনেককে ছেড়ে দেওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, উজবেকিস্তানের কর্তৃপক্ষ শনিবার জানায় যে, দেশটির কারাকালপাকস্তান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রে এক বিরল গণবিক্ষোভের ঘটনা ঘটেছে। স্বায়ত্তশাসিত অঞ্চলটির মর্যাদা পরিবর্তন করে সংবিধান সংশোধনের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এমন বিক্ষোভের ঘটনা ঘটে। সূত্র: আল জাজিরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: