ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাব থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ২৭ জুন ২০২২ ০২:৩৮

আল আমিন
প্রকাশিত: ২৭ জুন ২০২২ ০২:৩৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  দক্ষিণ আফ্রিকায় একটি নাইটক্লাব থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় শহর ইস্ট লন্ডনের একটি নাইটক্লাবে মরদেহগুলো পাওয়া যায়। আজ রবিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে প্রাদেশিক পুলিশের প্রধান ব্রিগেডিয়ার থেমবিঙ্কোসি কিনানা বলেন, শহরের কেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটার (১.৯ মাইল) দূরের সিনারি পার্কের ওই ঘটনা ঘটার পরপরই পুলিশ সেখানে পৌঁছায়। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

স্থানীয় টেলিভিশনের খবরে দেখা গেছে ক্লাবের বাইরে জড়ো হওয়া লোকজনকে শান্ত করার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা।

সূত্র- বিবিসি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: