ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বেলারুশকে ‘ইস্কান্দার-এম’ পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া

আল আমিন | প্রকাশিত: ২৭ জুন ২০২২ ০২:১০

আল আমিন
প্রকাশিত: ২৭ জুন ২০২২ ০২:১০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  রাশিয়ার তার প্রতিবেশী মিত্র দেশ বেলারুশকে পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিচ্ছে। আগামী মাস অর্থাৎ জুলাই থেকে এ ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করবে রাশিয়া।

বেলারুশ সীমান্তের কাছাকাছি পারমাণবিক অস্ত্রধারী ন্যাটো ফ্লাইট আসছে এমন অভিযোগের পর ভারী অস্ত্র সরবরাহের এ খবর এলো।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশকে ‘ইস্কান্দার-এম’ পারমাণবিক সক্ষম স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া।

গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে বেলারুশ প্রধান আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে এক সাক্ষাতে এ ঘোষণা দেন।

এ বিষয়ে পুতিন বলেন, আগামী মাসগুলো আমরা বেলারুশের কাছে ইস্কান্দার-এম ট্যাক্টিক্যাল মিসাইল হস্তান্তর করব। যেন তারা অস্ত্রগুলো প্রচলিত ও পারমাণবিক সংস্করণে ব্যালিস্টিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে রাশিয়ার মিত্র দেশ বেলারুশ থেকেও হামলা হয়েছে ইউক্রেনে।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড বলেছে, শনিবার স্থানীয় সময় সকাল ৫টা নাগাদ চেরনিহিভ অঞ্চলে বেলারুশ থেকে রকেট ছোড়া হয়েছে। আকাশ থেকে দেসনা গ্রামকে লক্ষ্য করে ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। খবর: আল-জাজিরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: