ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনে হামলা করেছে রাশিয়ার মিত্র বেলারুশ

আল আমিন | প্রকাশিত: ২৬ জুন ২০২২ ০৮:১১

আল আমিন
প্রকাশিত: ২৬ জুন ২০২২ ০৮:১১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে রাশিয়ার মিত্র দেশ বেলারুশ থেকেও হামলা হয়েছে ইউক্রেনে।
খবর: আল-জাজিরা।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড বলেছে, শনিবার স্থানীয় সময় সকাল ৫টা নাগাদ চেরনিহিভ অঞ্চলে বেলারুশ থেকে রকেট ছোড়া হয়েছে। আকাশ থেকে দেসনা গ্রামকে লক্ষ্য করে ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, রাশিয়াও আজ ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বলেছেন, গতকাল শুক্রবার থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক শহরে ব্যাপক হামলা শুরু করেন রুশ সেনারা। এ শহর দুটি দখলে ব্যাপক গোলাবর্ষণের পাশাপাশি বিমান হামলাও জোরদার করা হয়েছে। সেখানে একটি রাসায়নিক কারখানা গুঁড়িয়ে দিয়েছেন তারা। ওই কারখানায় অনেক বেসামরিক লোকজন আটকে ছিলেন।

আজকের হামলা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শক মাইখাইলো পোডোলিয়াক টুইটারে বলেছেন, ‘রাতে ৪৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র পুরো ইউক্রেনে নিক্ষেপ করেছে রুশ বাহিনী। তারা এখনো ইউক্রেনকে ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলা করে আতঙ্ক সৃষ্টি ও মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন রুশ সেনারা।’সূত্র: আল-জাজিরা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।

ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।

এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: