ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ

আল আমিন | প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ০৪:২৯

আল আমিন
প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ০৪:২৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ জানিয়েছে মাত্র এক সপ্তাহে রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছেন ১০ লাখ ইউক্রেনীয়।এরা হামলা থেকে বাঁচতে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যান বলে জানিয়েছে জাতিসংঘ।

বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

এদিকে এক টুইটারবার্তায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, মাত্র সাত দিনেই আমরা ১০ লাখ মানুষকে ইউক্রেনের পাশের দেশগুলোতে পালিয়ে যেতে দেখলাম। দয়া করে আপনারা বন্ধুক নামিয়ে ফেলুন যাতে করে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করা যায়।

জাতিসংঘ ভবিষ্যৎবাণী করেছে, ইউক্রেন-রাশিয়া সংঘাতে কমপক্ষে ১ কোটি ২০ লাখ মানুষ উদ্বাস্তু হবে এবং তাদের জন্য ত্রাণের প্রয়োজন হবে বলে। খবর: আল জাজিরা।

বিবিসি’র লুইস গোদালের বিশ্লেষণ, ২০১৫ সালের শরণার্থী সংকটে ১০ লাখ ৩০ হাজার মানুষ জড়িত। কিন্তু হামলা শুরুর প্রায় এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বর্তমান শরণার্থী সংখ্যা আগের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: