
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া- ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধান চেয়ে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন সংঘাতে পোল্যান্ড নিজেকে জড়াবে না।তাই ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না পোল্যান্ড। খবর সিএনএনের।
বুধবার পোল্যান্ডের লাস্ক বিমানঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে আলাপকালে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এ মন্তব্য করেন।
আন্দ্রেজ দুদা বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেন থেকে সৈন্য সরিয়ে নেওয়া এবং সমস্যার কূটনৈতিক সমাধান করা।
দুদা আরও বলেন, ‘আমরা ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাচ্ছি না কারণ এটি আরও বড় পরিসরে সামরিক সংঘাতের পথ খুলে দেবে। আমরা সেই সংঘর্ষে যোগ দিতে চাই না। ন্যাটোও সেই সংঘাতের পক্ষে নয়। আমরা মানবিক সহায়তা দিয়ে ইউক্রেনের পাশে আছি। কোনোভাবেই আমরা ইউক্রেনের আকাশসীমায় কোনো যুদ্ধবিমান পাঠাচ্ছি না।’
দুদা বলেন, ‘আমরা মানবিক সহায়তার মাধ্যমে ইউক্রেনীয়দের সমর্থন দিচ্ছি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: