
আন্তর্জাতিক ডেস্ক: ২০২১ সালে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত হয়েছে ৩ কোটি ৬৫ লাখ শিশু। সংঘাত, সহিংসতা আর অনান্য সঙ্কটের কারণে এ শিশুরা বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার সংস্থাটির দাবি করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো এতো সংখ্যক শিশু উদ্বাস্তু হয়নি।
ইউনিসেফের হিসেব অনুযায়ী, এর মধ্যে এক কোটি ৩৭ লাখ শিশু বিদেশে শরণার্থী ও আশ্রয় প্রার্থী হিসেবে পাড়ি দিয়েছে। আর ২ কোটি ২৮ লাখ শিশু নিজ দেশের মধ্যেই বাস্তুচ্যুত হয়েছে।
তবে এই হিসেবের মধ্যে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন অভিযানের ফলে কিংবা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব শিশু বাস্তুচ্যুত হয়েছে তাদের অন্তর্ভূক্ত করা হয়নি।
ইউনিসেফের ক্যাথরিন এম রাসেল বলছেন, ‘এই তথ্য অস্বীকার করার উপায় নেই যে সহিংসতা ও সঙ্কট দিন দিন বাড়ছে, এখন আমাদের দায়িত্ব ওই শিশুদের রক্ষা করা।’
তবে অন্য একটি হিসেবে ইউনিসেফ জানিয়েছে, রাশিয়ার এই হামলার কারণে ২০ লাখ শিশু ইউক্রেন ছেড়েছে। আর ৩০ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাস্তুচ্যুত ৩ কোটি ৬৫ লাখ শিশুর প্রায় ৫০ শতাংশই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বয়সী। বাকিদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের বয়সী। ৩ কোটি ৬৫ লাখ বাস্তুচ্যুত শিশুর মধ্যে ২৮ শতাংশই মানব পাচারের শিকার।
সূত্র: জাতিসংঘ।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: