
আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, ইউক্রেন যুদ্ধে নেওয়া পদক্ষেপে ইইউ তার রাজনৈতিক সার্বভৌমত্ব হারিয়েছে।
পুতিনের দাবি করেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের ৪০০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হবে।
পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই ইউরোপীয় দেশগুলোতে অস্বাভাবিকভাবে মুদ্রাস্ফীতি বেড়েছে।
রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, সাধারণ মানুষের স্বার্থকে পাশ কাটিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভিন্ন পথে হেঁটেছে।
ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশ। রাশিয়াকে আন্তর্জাতিক ও অর্থনৈতিকভাবে কাবু করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলো নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূত্র: বিবিসি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: