
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বেলারুশ সমর্থন দিয়েছে। এমন অভিযোগে বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। খবর: রয়টার্স।
ইইউর ফ্রান্স প্রেসিডেন্সি এক টুইটে জানিয়েছে, বেলারুশের নেতাদের লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। এছাড়াও কিছু অর্থনৈতিক খাত এবং কাঠ, স্টিল ও পটাশিয়াম সেক্টরও থাকছে এই নিষেধাজ্ঞায়।
ইইউর এক কর্মকর্তা চলতি সপ্তাহে বলেন, মিনস্কের ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য হচ্ছে ইইউতে বেলারুশের পণ্য রপ্তানি বন্ধ করা। এর আগে, ২০২০ সালের আগস্টে নির্বাচনের পর প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিক্ষোভে দমন-পীড়ন চালানোর পর ইইউ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
রয়টার্স বলছে, ইইউ ইতোমধ্যে বেলারুশের পটাশ, পটাসিয়াম দিয়ে তৈরি সার এবং তেল জাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: