
আন্তর্জাতিক ডেস্ক: পরিবেশ সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৭তম অবস্থানে আছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত পরিবেশগত পারফরম্যান্স সূচকের (ইপিআই) দ্বিবার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
র্যাংকিংয়ে পরিবেশগত সূচকের ডেনমার্ক আছে সবার ওপরে। ড্যানিশদের ইপিআই স্কোর ৭৭ দশমিক ৯০। তালিকার সবার নীচে আছে ভারত। র্যাংকিংয়ে ১৮০তম অবস্থানে আছে ভারত।
বিশ্বের ১৮০টি দেশের পরিবেশগত পারফরম্যান্স তুলনা ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ইপিআই-২০২২।
সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের পরিবেশগত পারফরম্যান্সের ওপর নম্বর দিয়ে এই র্যাংকিং নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি ও কলম্বিয়া ইউনিভার্সিটি।
গত এক দশকে এসব দেশের পরিবেশগত অবস্থান কীভাবে পরিবর্তিত হয়েছে, সেই চিত্রও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
৭৭ দশমিক ৭০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এক দশকে তাদের উন্নতি হয়েছে ২৩ পয়েন্ট।
শীর্ষ দশে থাকা বাকি দেশগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড, মাল্টা, সুইডেন, লুক্সেমবার্গ, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও আইসল্যান্ড। তাদের পয়েন্ট ৭৬ দশমিক ৫০, ৭৫ দশমিক ২০, ৭২ দশমিক ৭০, ৭২ দশমিক ৩০, ৬৭ দশমিক ৩০, ৬৬ দশমিক ৫০, ৬৫ দশমিক ৯০ এবং ৬২ দশমিক ৮০।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: