
আন্তর্জাতিক ডেস্ক: সেভারদোনেস্কে যুদ্ধ করা ইউক্রেনীয় সেনাদের অবধারিতভাবেই আত্মসমর্পণ করতে হবে নয় মরতে হবে। এদুয়ার্দ বাসুরিন নামের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা এই ঘোষণা দিয়েছেন।
স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকের ওই নেতা বলেছেন, ‘তাদের ( ইউক্রেনের সেনা) হাতে আর কোন অপশন নেই।’
এদুয়ার্দ বাসুরিন নামের ওই কর্মকর্তা দোনেস্কের মিলিশিয়া ডিপার্টমেন্টের ডেপুটি প্রধানের দায়িত্বে আছেন।
বাসুরিন আরও বলেছেন, শেষ সেতুটি উড়িয়ে দিয়ে ইউক্রেনের সেনারা নিজেদেরকেই আবদ্ধ করে ফেলেছে। তার মানে তাদের সামনে আর লড়াইয়ে ফেরার উপায় নেই।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। এ যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউরোপের দেশগুলো।
ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের হাতে সবার আগে পতন হয়েছিল দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী খেরসনের। শহরটিকে যত দ্রুত সম্ভব নিজের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে মস্কো।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: