ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া

আল আমিন | প্রকাশিত: ১৩ জুন ২০২২ ০৪:৫১

আল আমিন
প্রকাশিত: ১৩ জুন ২০২২ ০৪:৫১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের  তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির দুটি শহরে স্থানীয় সময় শনিবার দুপুরে এসব বিমান ভূপাতিত করার ঘটনা ঘটেছে।

রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিকোলায়িভ অঞ্চলে দুটি মিগ-২৯ বিমান ভূপাতিত করা হয়েছে। আর খারকিভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে একটি এসইউ-২৫ যুদ্ধবিমান। খবর রয়টার্সের।

তবে এ বিষয়ে ইউক্রেনের তাৎক্ষণিক বক্তব্য জানা যায়নি। ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা খেরসন ও

উল্লেখ্য, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। এ যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউরোপের দেশগুলো।

ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের হাতে সবার আগে পতন হয়েছিল দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী খেরসনের। শহরটিকে যত দ্রুত সম্ভব নিজের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে মস্কো।

বিদেশ বার্তা/ এএএ

 



আপনার মূল্যবান মতামত দিন: