
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২ জুন পর্যন্ত ইউক্রেনে নয় হাজার ১৫১ ইউক্রেনীয় নাগরিক হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।
এর মধ্যে নিহত হয়েছে চার হাজার ১৬৯ জন। আর আহত হয়েছে চার হাজার ৯৮২ জন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওএইচসিএইচআর এই তথ্য জানিয়েছে। তবে প্রকৃত পরিসংখ্যান “অনেক বেশি” হতে পারেও বলে জানিয়েছে সংস্থাটি।
ওএইচসিএইচআর বলেছে, “অধিকাংশ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্রের ব্যবহারের কারণে। এর মধ্যে রয়েছে ভারী কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।” সূত্র: আল-জাজিরা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়। সূত্র: সিএনএন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: