ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে: ন্যাটো প্রধান

আল আমিন | প্রকাশিত: ৩ জুন ২০২২ ২০:৩০

আল আমিন
প্রকাশিত: ৩ জুন ২০২২ ২০:৩০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং জাতীয় উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

সিএনএনের সাংবাদিক এমজে লি ইউক্রেনে যুদ্ধ শেষ হওয়া নিয়ে স্টোলটেনবার্গের মন্তব্য জানতে চান।

ন্যাটো প্রধান বলেন, প্রকৃতগতভাবে যুদ্ধ নিয়ে ভবিষ্যতদ্বাণী করা যায় না। আমাদের দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে।

এই বৈঠকে ইউক্রেনে এবং ন্যাটো জোটকে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধন্যবাদ প্রদান করে স্টোলটেনবার্গ বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রতিদিন পার্থক্য তৈরি হচ্ছে।

ন্যাটো প্রধান বলেন, প্রেসিডেন্ট পুতিন ক্ষুদ্রতর ন্যাটো চান। মূলত এ কারণেই তিনি ইউক্রেনে আক্রমণ করেছেন। কিন্তু তিনি ন্যাটোকে আরও বেশি পাচ্ছেন।

ন্যাটো প্রধান বলেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। আলোচনার টেবিলে যুদ্ধ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: