
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এক হয়ে কাজ করার ফলে ইউক্রেনিয়ানরা রুশ সৈন্যদের পাশাপাশি পুতিনকেও প্রতিহত করতে পেরেছে।
জেলেনস্কি বলেন, ইউরোপকে ‘বৃহত্তর ঐক্য’ দেখাতে হবে। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশে এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার এমনটিই জানিয়েছে বিবিসি।
রাশিয়ার বিরুদ্ধে নতুন এক গুচ্ছ নিষেধাজ্ঞা দেওয়া এবং রাশিয়ার তেল নিষিদ্ধকরণের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, এখন আপনাদের পৃথক ও খণ্ডিত না হওয়ার সময়, এক হোন।
জেলেনস্কি বলেন, একটি জাহাজ ধ্বংস হয়ে গেলে, অন্যরা যখন ডুবে যেতে থাকে, তখন কারো একার পক্ষে ভেসে থাকার আশা রাখা অসম্ভব।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি ইস্যুতে ইউরোপের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করতে হবে বলেও মনে করেন তিনি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়। সূত্র: সিএনএন।
বিদশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: