
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ৫ লাখ টন গম চুরি করে নিয়ে গেছে রাশিয়া। এমনটাই অভিযোগ করেছেন ইউক্রেনের ডেপুটি কৃষিমন্ত্রী তারাস ভিসোতস্কি।
তারাস ভিসোতস্কি টেলিভিশন ভাষণে দাবি করেন, রাশিয়া এই চুরি করা গম লেবানন ও মিশরের কাছে বিক্রি করার চেষ্টা করছে। তবে কায়রো ও বৈরুত এই গম কিনতে অস্বীকৃতি জানিয়েছে।
তবে মস্কো ইউক্রেনের এমন দাবির বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
কয়েকদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে শস্য চুরির অভিযোগ করে আসছে ইউক্রেন। তবে আগে রাশিয়া এই দাবি সরাসরি অস্বীকার করে আসছে। সূত্র: আল জাজিরা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়। সূত্র: সিএনএন
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: