
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকার স্বাধীনতা তাদের নিঃশর্ত প্রাধান্যের বিষয়।
ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পক্ষে সাফাই গেয়ে ল্যাভরভ জানিয়েছেন, প্রতিবেশীদের নিরস্ত্র-নিরপেক্ষ করাই মস্কোর লক্ষ্য।
ল্যাভরভের দাবি, রাশিয়া নয়া নাৎসিদের বিপক্ষে যুদ্ধ করছে। সূত্র: বিবিসি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়। সূত্র: সিএনএন
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: