ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুদ্ধে রাশিয়ার ৫ হাজারের বেশি সেনা নিহত

আল আমিন | প্রকাশিত: ১ মার্চ ২০২২ ০৫:১৬

আল আমিন
প্রকাশিত: ১ মার্চ ২০২২ ০৫:১৬

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: চলমান রাশিয়া- ইউক্রেন সংঘাতে প্রথম চার দিনে রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, গত কয়েক দিনের সংঘাতে রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। খবর: বিবিসি।

ইউক্রেনের কর্মকর্তারা সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, পাঁচ হাজার তিনশ রুশ সেনা নিহত হয়েছে। একই সঙ্গে আরও দাবি করা হয়েছে যে, ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার ১৯১টি ট্যাঙ্ক, ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার এবং ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর প্রথম থেকেই রুশ বাহিনীকে ব্যাপক হতাহতের মধ্যে পড়তে হয়েছে।

এদিকে, জাতিসংঘের পর্যবেক্ষকরা জানান, প্রথম দিনের লড়াইয়ে অন্তত ৯৪ জন বেসামরিক নিহতের কথা নিশ্চিত হওয়া গেছে।

এর আগে রোববার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতি প্রকৃত তথ্য জানায়নি তারা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী কিয়েভ থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। কারফিউ তুলে নেওয়ায় এখন কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন মানুষজন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: