ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনে ৪০০০ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

আল আমিন | প্রকাশিত: ২৯ মে ২০২২ ০১:০৩

আল আমিন
প্রকাশিত: ২৯ মে ২০২২ ০১:০৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৪০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আজ শুক্রবার এ তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। এদের মধ্যে অধিকাংশই মারা গেছেন বিস্ফোরণ ও গোলাবর্ষণজনিত কারণে। খবর: আল জাজিরা।

ওএইচসিএইচআর- তথ্যমতে, রুশ অভিযানে ইউক্রেনে মোট ৪ হাজার ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ২০০ শিশু রয়েছে। বেশিরভাগই ভারী কামান ও বিমান হামলায় নিহত হয়েছেন। যদিও রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে না।

যদিও সংস্থাটি এই মৃত্যুর জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেনি। আর রাশিয়াও বরাবরই সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করে আসছে।

এদিকে রাশিয়ার অভিযানে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে ইউক্রেন। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স-(কেএসই) জানিয়েছে, ইউক্রেনে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার কোটি মার্কিন ডলার।

সূত্র: আল জাজিরা


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: