
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেছেন, রাশিয়ার আগ্রাসন কোনো সন্তুষ্টিতে থামবে না। এটা শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। আমরা সামরিক সহায়তা ও নিষেধাজ্ঞা দিয়ে দৃঢ়ভাবে ইউক্রেনের বিজয় নিশ্চিত করবো।
বৃহস্পতিবার বসনিয়া সফরে যাওয়ার আগে এই মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস।
লিজ ট্রুস বলেন, পুতিনকে সন্তুষ্ট করার চেষ্টার পরিণতি হবে ভয়াবহ।
বসনিয়া ও হার্জেগোভিনা সফরে দেশটির সেনাবাহিনীর অনুষ্ঠানে ভাষণ দেবেন ট্রুস। এসময় তিনি যুক্তরাজ্যের পশ্চিমা মিত্রদের পুতিনের পরাজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বানও জানাবেন। সূত্র: বিবিসি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: