ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জাপান সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধ বিমানের মহড়ায় উদ্বেগ প্রকাশ

আল আমিন | প্রকাশিত: ২৬ মে ২০২২ ০৫:২৫

আল আমিন
প্রকাশিত: ২৬ মে ২০২২ ০৫:২৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের টোকিওতে চলছে কোয়াড নিরাপত্তা সম্মেলন। উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ কোয়াডভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এর মধ্যেই জাপান সীমান্ত দিয়ে যৌথ মহড়া চালিয়েছে চীন-রাশিয়ার যুদ্ধবিমান। মঙ্গলবার (২৪ মে) এ তথ্য জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গণমাধ্যমটি জানিয়েছে, মহরার সময় দুই দেশের আকাশ সীমার মধ্যে চীনের বিমান প্রবেশ না করলেও জাপানের সীমান্ত ঘেঁষে যায়। বৈঠকের সময় এই মহড়া চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, জাপান সাগরের ওপর দু’টি চাইনিজ বোম্বার দুটি রাশিয়ার বোম্বারের সঙ্গে যোগ দেয় এবং একসঙ্গে পূর্ব চীন সাগরে উড়ে যায়।

এক বিবৃতিতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমা লঙ্ঘন করেনি। কিন্তু গত নভেম্বর মাসের পর জাপান সীমান্তে এটা চীন-রাশিয়ার চতুর্থ যৌথ বিমান মহড়া।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রস্তাবে ২০০৭ সালে গঠিত হয় কোয়াড জোট। শুরুর দিকে নিষ্ক্রিয় থাকলেও ২০১৭ সালের পর থেকে জোটটি সক্রিয় হতে শুরু করে। কোয়াড সম্মেলনে এবার ১৩টি দেশ এক জোট হয়ে বৈঠকে মিলিত হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: