
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনঙ্কো জানান, রাশিয়া ইউক্রেনে মানবিক করিডোর ও ইউক্রেনের জাহাজের বিদেশে যাওয়ার জন্য নিরাপদ রুট করে দিতে প্রস্তুত। তবে শর্ত হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
সূত্র: বিবিসি।
ইউক্রেনে সেনা অভিযানের কারণে রাশিয়ার ওপর নানা রকমের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব। আর এসব নিষেধাজ্ঞার কারণে বিশ্বে বড় ধরনের খাদ্য সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কাও করা হচ্ছে।
বিশ্বের গমসহ নানা শস্য সরবরাহকারী দেশগুলোর মধ্য ইউক্রেন অন্যতম। শস্য মজুদ থাকলে রাশিয়ার অবরোধের কারণে তা বিদেশে পাঠাতে পারছে না ইউক্রেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: