ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চীন তাইওয়ানে হামলা করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে: বাইডেন

আল আমিন | প্রকাশিত: ২৪ মে ২০২২ ০২:২০

আল আমিন
প্রকাশিত: ২৪ মে ২০২২ ০২:২০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীন জোরপূর্বক তাইওয়ান দখল করে নিতে চাইলে সেটা ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, চীন তাইওয়ানে হামলা করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে।

ইউক্রেনে হামলায় রাশিয়াকে অবশ্যই দীর্ঘ মেয়াদে মূল্য দিতে হবে। জাপানে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে হামলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো মস্কোর ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, রাশিয়াকে তার মূল্য পরিশোধ করতে হবে বাইডেন সেই ইঙ্গিত দিয়েছেন।

বাইডেন বলেন, ভবিষ্যতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হলে মস্কোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞা যদি না টেকে, তাহলে তাইওয়ান দখলে চীন কী সংকতে পাবে?

এর আগে গত ২ মার্চ এক বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘স্বৈরশাসক’ আখ্যায়িত করে বলেছিলেন, পুতিন ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে সফলতা পেলেও এ হামলার জন্য তাকে দীর্ঘ মেয়াদে চড়া মূল্য দিতে হবে। সূত্র: আল জাজিরা

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: