
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার তেলের ওপর অবরোধ আরোপ করলে ইউরোপকে চড়ামূল্য পরিশোধ করতে হবে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, রাশিয়ার তেলে অবরোধ আরোপের আলোচনায় ইতোমধ্যে বিশ্বে তেলের মূল্য বেড়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, ইউক্রেনে বিশেষ অভিযানের পর পশ্চিমারা যে অবরোধ দিয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যে। পুতিন বলেন, কিছু দেশ রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাদের জন্য রুশ তেলে অবরোধ মানা কঠিন হবে।
বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দেশের জ্বালানি বিষয়ক প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন।
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো একদিকে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে, অন্যদিকে কিয়েভের প্রতি সর্বাত্মক পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেয়।
সূত্র: বিবিসি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: