ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুদ্ধে রাশিয়া এক-তৃতীয়াংশ সেনা হারিয়েছে

আল আমিন | প্রকাশিত: ১৭ মে ২০২২ ০৪:৪৪

আল আমিন
প্রকাশিত: ১৭ মে ২০২২ ০৪:৪৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সামরিক গোয়েন্দারা এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়া যত সেনা পাঠিয়েছিল, তাদের প্রায় এক-তৃতীয়াংশ হতাহত হয়েছে বা আটক হয়েছে।

রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দোনবাস অঞ্চলেও রুশ সেনারা তাদের পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হতে পারছেন না।

এক টুইট বার্তায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, প্রাথমিকভাবে স্বল্প পর্যায়ে অগ্রগতি সত্ত্বেও রাশিয়া গত মাসে আঞ্চলিকভাবে যথেষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। অথচ যুদ্ধে তাদের উচ্চমাত্রায় ক্ষয়ক্ষতি অব্যাহত আছে।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যত পদাতিক সেনা নিয়ে রাশিয়া যুদ্ধ শুরু করেছিল, সম্ভবত তাদের এক-তৃতীয়াংশই তারা হারিয়েছে। আগামী ৩০ দিনে রাশিয়া যুদ্ধে নাটকীয় কোনো অগ্রগতি অর্জন করতে পারবে না বলেও পূর্বাভাস তাদের। সূত্র: রয়টার্স।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: