
আন্তর্জাতিক ডেস্ক: ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করতে যাচ্ছে। কিন্তু ন্যাটোর একমাত্র মুসলিম সদস্যদেশ তুরস্ক ফিনল্যান্ডকে জোটে অন্তর্ভুক্ত করা নিয়ে আপত্তি তুলেছে।
শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালা। এ পরিস্থিতিতে আমরা তাদের ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা সমর্থন করতে পারিনা।
সিএনএনের খবরে বলা হয়েছে, সোমবার জার্মানির বার্লিনে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু ফিনল্যান্ড প্রসঙ্গে এরদোগানের কথা পুনর্ব্যক্ত করেন।
তুর্কি পররাষ্টমন্ত্রী কাভুসগ্লু বলেন, তুরস্কের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) আশ্রয় দিয়ে থাকে এই দুই দেশ। কাভুসগ্লু বলেন, সমস্যা হলো এই দুই দেশ প্রকাশ্যে পিকেকে ও ওয়াইপিজিকে সমর্থন করে ও মদদ দেয়।
তুরস্কের আপত্তির বিষয়ে সোমবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো— এটা নিয়ে আঙ্কারার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে বলেন, এক মাস আগে তিনি এরদোগানের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু সে সময় তুরস্ক কোনো আপত্তি তোলেনি।
উল্লেখ্য, সামরিক জোট ন্যাটোতে কোনো নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হলে সকল সদস্য দেশের অনুমোদন প্রয়োজন হয়।
সূত্র: আল জাজিরা, সিএনএন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: