
আন্তর্জাতিক ডেস্ক: আগামীকাল রবিবার আফ্রিকার দেশ সোমালিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। । ভোট উপলক্ষে রাজধানী মোগাদিশুতে ৩৩ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে দেশটির পুলিশ বিভাগ। খবর আল-জাজিরা ও টিআরটি ওয়ার্ল্ডের।
এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন সোমালিয়া পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদেন। তিনি জানিয়েছেন, ভোটের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জনসাধারণকে ঘরে রাখতে ৩৩ ঘণ্টার এই কারফিউ জারি করা হয়েছে।
তিনি বলেন, রাজধানীতে স্থানীয় সময় শনিবার রাত ৯টা থেকে এই কারফিউ শুরু হবে, চলবে সোমবার সকাল ছয়টা পর্যন্ত। তবে কারফিউ চলাকালে সংসদ সদস্য, নিরাপত্তাকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্টদের চলাচলে কোনো বাধা থাকবে না।
বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ এবার নির্বাচনে দুইজন সাবেক প্রেসিডেন্টসহ ৩৭ জন প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ভোটে লড়ছেন। কাল সংসদ সদস্যদের ভোটে সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
প্রসঙ্গত, দাঙ্গার কারণে নির্ধারিত সময়ের প্রায় এক বছর পর সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট যিনি হবেন তিনি একটি চ্যালেঞ্জের সম্মুখিন হতে চলেছেন। ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা, চার দশক ধরে চলা সহিংস সংঘাত, গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং সরকার ও ফেডারেল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতার লড়াইয়ের বাস্তবতায় তাকে দেশ পরিচালনার আসনে বসতে হবে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: