ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১৯৪৫ সালের মতো আত্মবিশ্বাস, বিজয় আমাদের সুনিশ্চিত: রুশ প্রেসিডেন্ট

আল আমিন | প্রকাশিত: ৯ মে ২০২২ ০৬:০৬

আল আমিন
প্রকাশিত: ৯ মে ২০২২ ০৬:০৬

ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় বিশ্ব যুদ্ধের বিজয় দিবস সামনে রেখে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় হবেই।

রুশ প্রেসিডেন্ট বলেন, পূর্ব পুরুষদের মতো আজো আমাদের সেনারা নাৎসিদের কাছ থেকে মাতৃভূমি রক্ষার জন্য কাঁধে কাঁধ রেখে লড়াই করছে। ১৯৪৫ সালের মতো তাদের আত্মবিশ্বাস— বিজয় আমাদের সুনিশ্চিত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ৯ মে সরকারিভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোশেফ স্তালিন। রাশিয়া প্রতিবছর ৯ মে ‘বিজয় উৎসব’ পালন করে।

বিজয় দিবস সামনে রেখে রুশ প্রেসিডেন্ট বলেন, নাৎসিবাদের পুনর্জন্ম প্রতিরোধ করা আমাদের সাধারণ দায়িত্ব। নাৎসিদের কারণে বিভিন্ন দেশের সীমাহীন ভোগান্তি হয়েছে মন্তব্য করে রাশিয়ার নতুন প্রজন্ম তাদের পিতা এবং পিতামহের স্মৃতি বহনের যোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: আল জাজিরা

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: