ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশীয় মদপানে ১০ জনের মৃত্যু, ৭৫ জন হাসপাতালে

আল আমিন | প্রকাশিত: ৯ মে ২০২২ ০২:০৫

আল আমিন
প্রকাশিত: ৯ মে ২০২২ ০২:০৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে দেশীয় মদপানে ১০ জনের মৃত্যু হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের বন্দর আবাস শহরে মদ পানে ১০ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে একজন নারীও রয়েছেন। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৯ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

হরমোজগান ইউনিভার্সিট অব মেডিকেল সাইন্সের মুখপাত্র ফাতেমেহ নউরুজিয়ান স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মাদকের বিষক্রিয়ার লক্ষণ নিয়ে ৭৫ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। তবে কী ধরনের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।

২০২০ সালে করোনা মহামারির সময় ইরানে মাদক গ্রহণে প্রায় ৭০০ মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়। মৃত ব্যক্তিরা ‘মাদক গ্রহণে করোনা নিরাময় হবে’ ভেবে মাদক গ্রহণ করেছিলেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: