
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন, বেলোগোরোভকা এলাকায় স্কুলে হামলার ঘটনায় ধ্বংস্তুপের নীচে অনেক মানুষ চাপা পড়ে আছে, আশঙ্কা করা হচ্ছে তাদের সবাই মারা যেতে পারেন।
মেয়র এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, ‘ভবনের ধ্বংসস্তুপে আটকে পড়া ৬০ জনের সবাই সম্ভবত মারা যাবেন।’
জরুরি সেবাদাতারা ওই প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করতে পেরেছেন। যাদের মধ্যে সাত জন আহত হয়েছে।
এখনও রাশিয়া কিংবা ইউক্রেনের সেনাবাহিনী কেউ এই হামলার বিষয়ে কোনও তথ্য দেয়।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: