ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ার হামলায় নিহত ইউক্রেনের ১৯৮ জন

আল আমিন | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৩৬

আল আমিন
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৩৬

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমে অবস্থান করছে। সেখানে তাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের ব্যাপক সংঘর্ষ চলছে। রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১৯৮ জনের বেশি সামরিক লোকের প্রাণহানি ঘটেছে।খবর: এএফপি।

শনিবার ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লিখেন, রাশিয়ার সেনাদের হামলায় ৩ শিশুসহ ১৯৮ জন নিহত ও ৩৩ শিশুসহ ১ হাজার ১১৫ জন আহত হয়েছে।

বিবিসি জানায়, রুশ আগ্রাসঙ্গে এখন পর্যন্ত ৩ হাজার ৫০০ রাশিয়ান সেনা নিহত হয়েছে এবং ২০০ বন্দি পালিয়েছে। ইউক্রেনের প্রতিরোধে ১৪টি বিমান, ৮টি হেলিকপ্টার ও ১০২টি ট্যাঙ্ক হারিয়েছে রুশ বাহিনী। তবে, রাশিয়া এসবের কোনোটিই এখন পর্যন্ত স্বীকার করেনি।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে।

ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন চলছে। রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। সেখানে দুই পক্ষের চলছে তুমুল লড়াই।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: