
আন্তর্জাতিক ডেস্ক: এক রাতেই ইউক্রেনের ৬০০ সেনাকে হত্যা করার দাবি করেছে রাশিয়া। বিভিন্ন জায়গায় চালানো পদাতিক হামলার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের এ বিপুল সংখ্যক সেনাকে হত্যা করা
বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘রাশিয়ার সেনারা এখনও ইউক্রেনের বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। তারা ছয়শ’র বেশি ইউক্রেনীয় সেনা ও ৬১টি ইউনিট অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে।’
রুশ মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, ইউক্রেনের কানাটোভ বিমানবন্দরে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে বেশ কিছু উড্ডয়ন সামগ্রীও ধ্বংস করা হয়েছে। সূত্র: রয়টার্স।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: