ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পূর্ব ইউক্রেনে তীব্র যুদ্ধ চলছে

আল আমিন | প্রকাশিত: ৫ মে ২০২২ ০৭:০৯

আল আমিন
প্রকাশিত: ৫ মে ২০২২ ০৭:০৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনাবাহিনী পূর্ব ইউক্রেনে তাদের লক্ষ্যবস্তুগুলোর ওপর আঘাত হানছে। ফলে সেখানে তীব্র যুদ্ধ চলছে।

এক সপ্তাহেরও বেশি সময় পর পশ্চিম ইউক্রেনে আবারও হামলা চালালো রাশিয়ার সেনাবাহিনী । ইউক্রেনের পশ্চিমে বিশেষ করে লাভিভ শহরের বিদ্যুৎ কেন্দ্র এবং ৬টি রেলস্টেশনের ওপরও আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী।

লাভিভ শহরে মঙ্গলবার রাতে মোট তিনটি বিদ্যুৎ সাবস্টেশনের ওপর ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইউক্রেনের রেল নেটওয়ার্কও ছিল গতরাতের আক্রমণের লক্ষ্য। ইউক্রেনের সেনাবাহিনীকে পশ্চিমা দেশগুলো যে অস্ত্র পাঠাচ্ছে তা সরবরাহের জন্য পূর্ব দিকের এই রেল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউক্রেন অভিযোগ করেছে, বিদ্রোহী-নিয়ন্ত্রিত দোনেৎস্ক-এর উত্তরে আভদিভকা শহরে একটি কারখানার শ্রমিকদের ওপর রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর ১২টি আক্রমণ ঠেকিয়ে দিয়েছে।

তাদের ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে বলা হয়, রুশ বাহিনী পোপাসানা এলাকায় আক্রমণ চালিয়েছে এবং সেখানে এখনো যুদ্ধ চলছে। এতে আরও বলা হয়, মারিউপোলে আজোভস্টাল ইস্পাত কারখানা এলাকায় ইউক্রেনীয় অবস্থানগুলোর ওপর বিমান হামলা এবং গুলিবর্ষণ করেছে। সূত্র : বিবিসি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: