
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার চলানো অভিযানে ইউক্রেনের ২২০ শিশু মারা গেছে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর জেনারেলের অফিসের প্রেস সার্ভিস। এছাড়াও এই অভিযানে আহত হয়েছে ৪০৬ জন শিশু। খবর: আল-জাজিরা।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিসের প্রেস সার্ভিস জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধে প্রায় ২২০ শিশু মারা গেছে এবং ৪০৬ জন আহত হয়েছে। সবচেয়ে বেশি শিশু আহত হয়েছে দেশটির ডোনেটস্ক অঞ্চলে (১৩৯)।
এছাড়াও কিয়েভ (১১৫), খারকিভ (৯৫), চেরনিহিভ (৬৮) এবং খেরসনে (৪৫) জন আহত হয়েছে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: