ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের দুই বোমারু বিমান ভূপাতিত করেছে রাশিয়া

আল আমিন | প্রকাশিত: ২ মে ২০২২ ০৫:০৫

আল আমিন
প্রকাশিত: ২ মে ২০২২ ০৫:০৫

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে শনিবার রাতে ইউক্রেনের দুটি এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করেছে তাদের সেনারা। 
 
তাদের দাবি, খারকিভে অঞ্চলে দুটি বোমারু বিমান গুলি করে মাটিতে নামানো হয়। খবর রয়টার্সের
 
তাছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওডেসা বিমানবন্দরে হামলা চালিয়ে বিমানবন্দরটির হ্যাঙ্গার ও রানওয়ে ধ্বংস করে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। 
 
এদিকে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় ওডেসা বিমানবন্দরটির রানওয়ে মাত্র কয়েকদিন আগে তৈরি করা হয়েছিল। সেই বিমানবন্দরটিই রাশিয়া গুড়িয়ে দিয়েছে এবং পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সূত্র: বিবিসি।
 
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৬৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে প্রায় ৪৫ লাখ মানুষ। সূত্র : রয়টার্স।
 
বিদেশ বার্তা/ এএএ


আপনার মূল্যবান মতামত দিন: