ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের জাদুঘরে লুটপাটের অভিযোগ রুশ সেনাদের বিরুদ্ধে

আল আমিন | প্রকাশিত: ২ মে ২০২২ ০৪:৩০

আল আমিন
প্রকাশিত: ২ মে ২০২২ ০৪:৩০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠেছে। দেশটির মেলিটোপোলের ঐতিহাসিক জাদুঘরে এই লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর: নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের মেলিটোপোল জাদুঘরে লুঠপাট চালিয়ে সাইথিয়ান জাতির বহুমূল্য স্বর্ণের প্রত্নসামগ্রী নিয়ে গেছে রুশ সেনারা। এমনই দাবি করেছেন মেলিটোপোল শহরের মেয়র ইভান ফোডোরভ।

তিনি বলেন, রাশিয়ার দুর্বৃত্তরা আমাদের জাদুঘরে লুঠপাট চালিয়ে সাইথিয়ান জাতির সব মূল্যবান প্রত্নসামগ্রী নিয়ে গেছে। কোথায় নিয়ে গিয়েছে তার কোনও হদিস মেলেনি। তবে আশা করছি এই মহামূল্যবান সামগ্রী আমাদের ফেরত দেওয়া হবে।

জাদুঘরের কর্মকর্তা লীলা ইব্রাহিমোভা দ্য নিউ ইয়র্ক টাইমস-কে জানিয়েছেন, রুশ সেনারা জাদুঘরে হামলা চালিয়ে তত্ত্বাবধায়ককে অপহরণ করে। তারপর সোনার প্রত্নসামগ্রী যে ঘরে রাখা ছিল সেখানে যায়। অবাধে লুঠপাট চালিয়ে জাদুঘর ছেড়ে চলে যায়।

কী কী লুঠ করেছে রুশ সেনারা তারও একটি তালিকা দিয়েছেন ইব্রাহিমোভা। তার দাবি, রুশ সেনারা মোট ১৯৮টি সোনার প্রত্নসামগ্রী লুঠ করেছে। তার মধ্যে রয়েছে অস্ত্রশস্ত্র। এছাড়াও শতাব্দীপ্রাচীন রুপার কয়েন, পদক এবং বিরল প্রত্নসামগ্রী। সূত্র: নিউ ইয়র্ক টাইমস।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৬৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে প্রায় ৪৫ লাখ মানুষ। সূত্র : রয়টার্স।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: