
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন থেকে ১০ লাখের বেশি মানুষকে রাশিয়ার সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার তার এ মন্তব্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স।
রাশিয়ায় সরিয়ে নেওয়া মানুষদের মধ্যে ১ লাখ ২০ হাজার বিদেশি নাগরিকও রয়েছে। রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিক থেকে তাদের সরিয়ে নেওয়া হয়। অভিযান শুরুর আগমুহূর্তে দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে রাশিয়া।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৬৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে প্রায় ৪৫ লাখ মানুষ। সূত্র : রয়টার্স।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: