ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনকে আধুনিক সমরাস্ত্র দিতে প্রস্তুত ন্যাটো: ন্যাটো প্রধান

আল আমিন | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ০৩:২০

আল আমিন
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ০৩:২০

জেন্স স্টলটেনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে। এ যুদ্ধে ইউক্রেনকে পূর্ণ সহায়তা করতে প্রস্তুত ন্যাটো। খবর রয়টার্সের।

ক্রেমলিনের এমন মন্তব্যের জবাবে ন্যাটো প্রধান বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তারা সোভিয়েত আমলের অস্ত্র থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্র দিতে প্রস্তুত।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, দীর্ঘ সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এ যুদ্ধ দীর্ঘদিন চলার আশঙ্কা আছে, এটি কয়েক মাস এবং কয়েক বছর স্থায়ী হতে পারে।

ক্রেমলিন বৃহস্পতিবার হুঁশিয়ারি দেয়, ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সহায়তা ইউরোপকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে, অস্থিতিশীলতার উসকানি জোগাচ্ছে।

জেনস স্টোলটেনবার্গ বলেন, আমাদের দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনে যুদ্ধ মাসের পর মাস এমনকি বছর গড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ন্যাটো প্রধান বলেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করতে পশ্চিমা দেশগুলো পুতিনের ওপর সর্বোচ্চ চাপ প্রদান অব্যাহত রাখবে। নিষেধাজ্ঞা, অর্থনীতি এবং সামরিক সহায়তার মাধ্যমে এই চাপ প্রয়োগ করা হবে বলে জানান তিনি।

এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেন, রাশিয়ায় এখন পর্যন্ত ২২ হাজার ৮০০ সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটির ৪০০ সেনা মারা গেছেন। কিন্তু মস্কো সেই দাবি প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের সেনারা রাশিয়ার ৯৮০ টি ট্যাংক, ২ হাজার ৩৮৯টি সাঁজোয়া যান, ১৮৭ টি প্লেন এবং ১৫৫টি হেলিকপ্টার ধ্বংস করেছে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: