ঢাকা | বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ার অভ্যন্তরে হামলা: পশ্চিমাকে কঠিন হুঁশিয়ারি

আল আমিন | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০৭:৩৮

আল আমিন
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০৭:৩৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ শহরে সম্প্রতি একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউক্রেনের সীমান্ত থেকে ৪০ কিলোমিটার উত্তরের শহরে সর্বশেষ বুধবার দিনের শুরুতে কয়েকটি বিস্ফোরণ ঘটে।

রাশিয়া এই হামলার কঠোর জবাব দিয়েছে।

হুঁশিয়ারি দিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, রাশিয়ার সীমানায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জবাবহীন থাকবে না। সূত্র: সিএনএন।

কিয়েভ এবং পশ্চিমা দেশগুলোকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পুনরায় রাশিয়ার ধৈর্য্য পরীক্ষা না করার আহ্বান জানিয়ে মুখপাত্র বলেন, রাশিয়ার লক্ষ্যবস্তুতে ফের টার্গেট হলে কঠোর জবাব দেওয়া হবে।

এসময় মারিয়া জাকারোভা বলেন, রাশিয়া ইউক্রেনে তাদের ‘বিশেষ অভিযান’ অর্জনে সংকল্পবদ্ধ।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইউক্রেন সফরে গেছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসময় ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু জায়গা পরিদর্শন করেছেন গুতেরেস। কিয়েভের উত্তারাঞ্চলীয় বোরোদিয়াঙ্কায় গোলা ও বিমান হামলায় ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেছেন গুতেরেস।

এসময় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘২১ শতকে এসেও এমন যুদ্ধ অযৌক্তিক। যুদ্ধ শয়তান, যখন আপনি এই অবস্থা দেখবেন; আমাদের হৃদয় তাদের সাথে আছে। তাদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা।’

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: