ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের সব নাগরিককে অস্ত্র দেয়া হবে

আল আমিন | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৫:০১

আল আমিন
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৫:০১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-রাশিয়ার উত্তেজনা ক্রমশ বেড়েই চলছে। ইতিমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী এলাকা বরিসপিল ও বিভিন্ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলাও শুরু করেছে রাশিয়া। রুশ বোমা হামলায় সাতজন ইউক্রেনীয় নিহতের খবর দিয়েছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার সকালের দিক ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তাই রুশ হামলার সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতেযে কেনো নাগরিক চাইলে অস্ত্র নিতে পারবেন, এমন ঘোষণাই দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ইউক্রেন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছিলো, তাদের পূর্বাঞ্চলীয় ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু গোলাবর্ষণ করছে রাশিয়া। আর সেই হামলা প্রতিহত করে চলেছে ইউক্রেন বিমান বাহিনী।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: