ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমার নাতি নাতনীরা আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব

আল আমিন | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০১:২৮

আল আমিন
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০১:২৮

অ্যান্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক: আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইউক্রেন সফরে গেছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসময় ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু জায়গা পরিদর্শন করেছেন গুতেরেস।

কিয়েভের উত্তারাঞ্চলীয় বোরোদিয়াঙ্কায় গোলা ও বিমান হামলায় ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেছেন গুতেরেস।

এসময় গুতেরেস বলেন, ‘আমি যখন বিধ্বস্ত ভবন দেখছি, সেই বিধ্বস্ত বাড়িতে আমি আমার পরিবারকে কল্পনা করলাম, সব অন্ধকার। আমি দেখছি, আমার নাতি নাতনীরা আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে।’

এসময় তিনি আরও বলেন, ‘২১ শতকে এসেও এমন যুদ্ধ অযৌক্তিক। যুদ্ধ শয়তান, যখন আপনি এই অবস্থা দেখবেন; আমাদের হৃদয় তাদের সাথে আছে। তাদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা।’

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৬২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।

আর ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর যে কঠোর অবরোধ আরোপ করেছিল বিভিন্ন দেশ (ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ) তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। মূলত, ইউরোপীয় দেশগুলোর অর্থনীতি ধ্বংসের জন্য রুশ কর্তৃপক্ষ তাদের গ্যাস অস্ত্র ব্যবহার করতে চাইছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: