ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দিল রাশিয়া

আল আমিন | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৩:২৪

আল আমিন
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৩:২৪

 প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সবচেয়ে বড় সমুদ্রবন্দর মারিউপল, যা এই আজভ সাগরে অবস্থিত। তবে ইউক্রেনে হামলার পর এবার আজভ সাগরে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য দিয়েছে।

আজভ সাগরে রাশিয়া ও ইউক্রেন দুই দেশেরই সামুদ্রিক বন্দর থাকলেও এই সাগরের প্রবেশমুখ কের্চ প্রণালী নিয়ন্ত্রণ করে রাশিয়া। তা্‌ই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল থাকবে বলে জানিয়েছে দেশটি।

এদিকে, বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভে মিসাইল হামলাসহ বোমা হামলা খবর পাওয়া গেছে।

এরই মধ্যে রুশ বোমা হামলায় সাতজন ইউক্রেনীয় নিহতের খবর দিয়েছে দেশটির পুলিশ। সূত্র: আল-জাজিরা, রয়টার্স।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: