ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশে মোবাইল ফোন ব্যবহার করে ৫৫.৮৯ শতাংশ মানুষ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ জুলাই ২০২২ ২৩:২৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ জুলাই ২০২২ ২৩:২৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেশের ৫৫.৮৯ শতাংশ মানুষ মোবাইল ফোন ব‍্যবহার করে। ব‍্যবহারের দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে ঢাকা এবং সর্বনিম্নে সিলেট বিভাগ।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে মোট ৫৫.৮৯ শতাংশ এবং ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৭২.৩১ শতাংশের মোবাইল ফোন রয়েছে।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পাঁচ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৬৬.৫৩ শতাংশ পুরুষের ও ৪৫.৫৩ শতাংশ মহিলার এবং ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৮৬.৭২ শতাংশ পুরুষের ও ৫৮.৮৩ শতাংশ মহিলার নিজের মোবাইল ফোন রয়েছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, উভয় শ্রেণির বয়সীদের মধ্যে নিজ ব্যবহারের মোবাইল ফোন রয়েছে এমন জনসংখ্যা সর্বাধিক ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন সিলেট বিভাগে।



আপনার মূল্যবান মতামত দিন: