ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঈদে ঢাকার বাইরে গেছে ৩৫ লাখেরও বেশি মোবাইল সংযোগ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ জুলাই ২০২২ ১৫:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ জুলাই ২০২২ ১৫:১৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ উদযাপন করতে শুক্রবার (৮ই জুলাই) রাজধানী ঢাকা ছেড়েছেন অধিকাংশ মানুষ। এদিন ছুটি শুরু হওয়ায় অনেকেই বেছে নিয়েছেন দিনটিকে।

শনিবার (৯ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, এদিন ঢাকার বাইরে গেছে ৩৫,৩০,৭৩২টি মোবাইল সংযোগ।

ঢাকা ছাড়া মোবাইল সংযোগের মধ্যে গ্রামীণফোনের ১৫,৮৩,৩৩২টি, রবির ৯,৭৫,৬১৩টি, বাংলালিংকের ৮,৪৯,৪৬০টি এবং টেলিটকের রয়েছে ১,২২,৩২৭টি মোবাইল সংযোগ।

মন্ত্রী গণমাধ্যমকে বলেন, অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক শিশু কিংবা নারী আছেন যারা মোবাইল ব্যবহার করেন না। তাই কতজন ঢাকা ছেড়েছেন এই সিম দিয়ে সেই তুলনা করা যাবে না।



আপনার মূল্যবান মতামত দিন: